×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৩-২১
  • ৭৬৫৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা এবার বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন এই নায়িকা।  
বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বর্ষা তার এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তার স্বামী ও সহশিল্পী অনন্ত জলিলও উপস্থিত ছিলেন। বর্ষা স্পষ্টভাবে বলেন, হাতে থাকা চলমান সিনেমাগুলোর কাজ শেষ করেই তিনি অভিনয় থেকে অবসর নেবেন। 
সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, 'আমার হাতে এখনো কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সেগুলো শেষ করতে কিছু সময় লাগবে। তবে এরপর আমি আর নতুন কোনো সিনেমায় কাজ করব না।'
কেন অভিনয় ছাড়ছেন—এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, 'আমি খুবই বাস্তববাদী একজন মানুষ। আমার মনে হয়, নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। সেই সীমাটার মধ্যেই কাজ করা উচিত। তাই আমি নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছি সিনেমা ছাড়ব।'
 তিনি আরও বলেন, 'আমার বড় ছেলে এখন ১০ বছর বয়সী, আর ছোট ছেলের বয়স ৭। কয়েক বছর পর বড় ছেলে যখন ১৪-১৫ বছরে পৌঁছাবে, তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তখন কেমন লাগবে? এসব দিক চিন্তা করেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।'    
বর্ষার এই সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিলের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, 'বর্ষার বয়স এখনো আমাদের দেশের অনেক নায়িকার চেয়ে কম। তারপরও সে নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে।'   
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল বর্ষার। এরপর অনন্ত জলিলের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। তাদের সংসারে দুই ছেলে রয়েছে—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।  
সিনেমা ছাড়ার এই সিদ্ধান্তের মাধ্যমে বর্ষা তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। এখন দেখার বিষয়, তিনি ভবিষ্যতে শোবিজ থেকে পুরোপুরি দূরে থাকবেন নাকি অন্য কোনোভাবে যুক্ত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat