×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ৩৪৬৫৪৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কার চেয়ে আন্দোলনকারীদের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও পিএসসির সদস্যরা।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ বৈঠক শুরু হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় পিএসসির সংস্কার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। বৈঠক শুরু হলে রাত ৮টা ৫৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন।
চাকরিপ্রার্থীদের ৮ দফা হলো : ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করতে হবে এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রার্থীদের ভোগান্তি লাঘব, জট নিরসন এবং পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের আয়োজন করতে হবে; খাতা মূল্যায়নে গতিময়তা এবং নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসিয়ে খাতা দেখার ব্যবস্থা করা; দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে ভাইভা শেষ হওয়ার পর ও ফলাফল প্রদানের আগে ক্যাডার বাছাইয়ের সুযোগ প্রদান; ৪৫ থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার পূর্বে পুনরায় ক্যাডার চয়েস পূরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে ভাইভার পূর্বেই ক্যাডার চয়েস নেওয়া।
প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্ক এবং প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ; এবং ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি ২৩ সংস্কার।
কিছুদিন ধরেই এ চাকরিপ্রার্থীরা আন্দোলন করছিলেন। তারা পিএসসি গেটেও অবস্থান নিয়েছিলেন। করেছিলেন অনশনের মতো কর্মসূচিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat