×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময় ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন : মৎস্য উপদেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৩৪৪৪৬৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ অনুষ্ঠান উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ অধ্যাপক ইউনূস পুরষ্কার প্রদান করেন। ছবি : পিআইডি
অসামান্য সেবা দেওয়ার পাশাপাশি নির্ভীক ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোট ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ অনুষ্ঠান উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ এই পুরষ্কার প্রদান করা হয়। 

এই বছর চারটি বিভাগে পদক প্রদান করা হয়। 

সরকারি তথ্য অনুসারে, ১৫ জন পুলিশ সদস্য বীরত্বের জন্য বিপিএম পদক পেয়েছেন এবং ১৩ জনকে সেবার জন্য বিপিএম পদক প্রদান করা হয়েছে। এছাড়াও, ১৩ জন কর্মীকে সাহসিকতার জন্য পিপিএম পদক প্রদান করা হয়েছে এবং ২১ জন তাদের বিশেষ সেবার জন্য পিপিএম পদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) হল বাংলাদেশের পুলিশ সদস্যদের জন্য প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা। 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মঈনুল ইসলাম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার হাসিব আজিজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি-দক্ষিণ)-এর যুগ্ম কমিশনার মোহাম্মাদ নাসিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মো. আসফিকুজ্জামান আকতার, খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলাম সান্টু, ডিএমপি’র উপ-কমিশনার রওনক আলম, গাজীপুরের অতিরিক্ত এসপি আমিনুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের পরিদর্শক, আরআই আব্দুর রাজ্জাক আকন্দ, সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) শাহীনুল ইসলাম খান, সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), র‌্যাব-১৫, কক্সবাজারের হাবিলদার মো. সাইফুল ইসলাম ও ডিএমপি’র অধীনে বাংলাদেশ সচিবালয়ের কনস্টেবল মো. রুহুল আমিন ভূঁইয়া তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিপিএম পদক পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat