বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান।
বান্দরবান জেলার রুমা উপজেলায় আজ শিক্ষা সামগ্রী বিতরণ এবং মন্দিরে মন্দিরে অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।
আজ বুধবার সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ রেজা।
পরে বিদ্যালয়ের ৪৬৮ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণের আগে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। লে. কর্নেল এ বি এম শাহ রেজা এ সময় রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সুবেদার মেজর সরোজ কুমার সাহাসহ বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।