×
ব্রেকিং নিউজ :
পলোগ্রাউন্ডের মহাসমাবেশে ১৫ লাখ মানুষের সমাগমের লক্ষ্য বিএনপির উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন ইউভালদে স্কুলে বন্দুক হামলার ঘটনায় প্রতিক্রিয়া : সাবেক স্কুল পুলিশ কর্মকর্তা খালাস শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি: হান্দে এরচেল গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেসিসির প্রচারণা কার্যক্রম উদ্বোধন আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে হকারদের জীবিকা সুরক্ষায় নগরীতে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পরিকল্পনা আছে : চসিক মেয়র রংপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৪৬৬৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ‘ভোটের রিকশা’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পিআইডি
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে সকলে কোন না কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে  আপনারা  কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে হবে।

‎‎আজ সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা এসময় আটটি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় ৪ হাজার ৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচারণা করবে।

‎‎সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে।

ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও উল্লেখ করেন তিনি।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।
‎ 
‎তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে, কর্তৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় ৪ হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এসময় গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat