×
ব্রেকিং নিউজ :
পলোগ্রাউন্ডের মহাসমাবেশে ১৫ লাখ মানুষের সমাগমের লক্ষ্য বিএনপির উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন ইউভালদে স্কুলে বন্দুক হামলার ঘটনায় প্রতিক্রিয়া : সাবেক স্কুল পুলিশ কর্মকর্তা খালাস শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি: হান্দে এরচেল গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেসিসির প্রচারণা কার্যক্রম উদ্বোধন আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে হকারদের জীবিকা সুরক্ষায় নগরীতে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পরিকল্পনা আছে : চসিক মেয়র রংপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
  • প্রকাশিত : ২০২৬-০১-২২
  • ৮৭৬৭৯৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া নিয়ে দায়ের করা মামলায় এক সাবেক স্কুল পুলিশ কর্মকর্তাকে খালাস দিয়েছেন জুরি। 

এ রায়ে নিহতদের পরিবারগুলোর মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৫২ বছর বয়সী অ্যাড্রিয়ান গনজালেসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি হামলাকারীর বিরুদ্ধে ‘সংযুক্ত হওয়া, তাদেরকে বিভ্রান্ত করা বা দেরি করানোর’ চেষ্টা করেননি। তার বিরুদ্ধে ‘শিশু বিপন্নতার’ ২৯টি গুরুতর অভিযোগ আনা হয়।

এই ঘটনায় নিহত ১৯ শিশুর জন্য ১৯টি ও বেঁচে যাওয়া ১০ শিক্ষার্থীর জন্য ১০টি অভিযোগ আনা হয়েছে। 

কয়েক ঘণ্টা আলোচনা শেষে জুরি সর্বসম্মতভাবে তাকে খালাস দেয়।

কর্পাস ক্রিস্টির একটি আদালতে বিচারক সিড হার্লে রায় পড়ে শোনান। 

রায়ে বলা হয়, ‘২৯টি অভিযোগের প্রতিটিতে আমরা জুরি অভিযুক্ত অ্যাড্রিয়ান গনজালেসকে নির্দোষ ঘোষণা করছি।’ 

কর্পাস ক্রিস্টি শহরটি ইউভালদে থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে, যেখানে এই হামলার ঘটনা ঘটেছিল।

২০২২ সালের ২৪ মে ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী এক কিশোর হামলাকারী এআর-১৫ ধাঁচের রাইফেল নিয়ে হামলা চালায়। এতে ১৯ জন শিশু ও দুই শিক্ষক নিহত হন। 

এটি গত এক দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী স্কুলে গোলাগুলির ঘটনা।

পরবর্তীতে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হয়। 

তদন্তে উঠে আসে, এক ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা প্রায় এক ঘণ্টা ধরে শ্রেণিকক্ষের বাইরে অপেক্ষা করেন, যখন ভেতরে শিশুদের অনেকেই নিহত বা মৃত্যুপথযাত্রী ছিল।

রায়ের পর নিহতদের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। নিহত শিক্ষার্থী জ্যাকি কাজারেসের বাবা জাভিয়ের কাজারেস সাংবাদিকদের বলেন, “তারা আবারও শিশুদের ব্যর্থ করল। প্রথম দিন থেকেই আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, আর আজও আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হলো।”

রায় ঘোষণার পর গনজালেস ঈশ্বর ও তার আইনজীবীদের ধন্যবাদ জানান। 

তার আইনজীবীরা দাবি করেন, তিনি নিজের জীবন ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন করেছিলেন।

হামলাকারী সালভাদর রামোস (১৮) ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat