×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাকা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার কিনেছিলেন ঋষি!

ঋষি কাপুরের ‘খুল্লাম খুল্লা’ কথাবার্তা যেন থামতেই চাইছে না। ঠোঁটকাটা বলে এ অভিনেতার ‘সুনাম’ কোনও দিন কম নয়। মনের কথা খোলাখুলি বলে বরাবরই আলোড়ন তুলেছেন তিনি।

তবে, ঋষির আত্মজীবনী ‘খুল্লাম খুল্লাম’ প্রকাশ হওয়ার পর থেকেই যেন বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে ঠাসা সে বই। কখনও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টি-পার্টিতে যাওয়া তো কখনও বাবা রাজ কাপুরের একাধিক নারীসঙ্গের বিবরণে সত্যিই খুল্লাম খুল্লা ঋষি। এবার আত্মজীবনীতে এ অভিনেতা জানিয়েছেন, নিজের ডেবিউ ফিল্ম ‘ববি’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর সেরার পুরস্কার কিনেছিলেন তিনি। হ্যাঁ! কোনও জল্পনা-কল্পনা নয়। স্বয়ং ঋষিই স্বীকার করেছেন সে কথা। রাজ কাপুর পরিচালিত ‘ববি’তে ঋষির বিপরীতে ছিলেন আনকোরা ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩-তে ছবিটি রিলিজের সঙ্গে সঙ্গেই তা সুপার-ডুপার হিট।

এখনও বলিউডি ফিল্মে এভারগ্রিন লাভস্টোরির কথা উঠলে ‘ববি’র নাম থাকে তালিকার প্রথম সারিতে। সেই ফিল্মে সদ্য যুবা ঋষির অভিনয়ের প্রমংসা এখনও হয়। পরের বছর ওই ফিল্মের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান তিনি। ঋষি জানিয়েছেন, সে সময় তার কাছে টাকা দিয়ে পুরস্কার কেনার প্রস্তাব এসেছিল।

আর তা সঙ্গে সঙ্গে মেনেও নেন তিনি। তবে ঋষির দাবি, সে টাকা কার পকেটে গিয়েছিল তা জানতেন না তিনি। কত টাকায় কিনেছিলেন সে পুরস্কার? সে অঙ্কটাও জানিয়েছেন ঋষি। ৩০ হাজার টাকা! তবে এখন নাকি সে সিদ্ধান্তে রীতিমতো আফশোস করেন ঋষি কাপুর। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat