×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৭-০৫-২২
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে হোটেল থেকে এক নারীর লাশ ও আহত এক শিশু উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর ফকিরাপুল এলাকাস্থ আল হেলাল আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে হোটেলটির চতুর্থ তলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় এক থেকে দেড় মাস বয়সের এক শিশুকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। আহত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নারীর লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।তিনি জানান, এক-দেড় মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি রুম ভাড়া নেয় এক নারী ও পুরুষ। রাতে ওই রুম থেকে শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। অনেক ডাকাডাকির পরও রুমের দরজা না খোলায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ দরজা ভেঙে নারীর লাশ এবং আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। কিন্তু পুরুষ লোকটিকে পাওয়া যায়নি।তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ওই নারীরই সন্তান। তবে নারীর মৃত্যুর কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat