×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক:- শাকিব খান ব্যস্ত ‘রংবাজ’ ছবির শুটিং নিয়ে। এরপর তিনি যাবেন লন্ডনে। সেখানে কোরবানীর ঈদের জন্য আরেকটি ছবির শুটিং করবেন। ওই ছবির নাম ‘চালবাজ’। লন্ডন থেকে ফিরবেন জুলাই মাসের প্রথম দিকে। ফিরেই কলকাতায় অন্য ছবির কাজ করতে যাবেন। এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, ‘শাকিব তো বুবলীর সঙ্গে তার “রংবাজ” ছবি নিয়ে ব্যস্ত। ও তো সব জায়গায় ঈদের একটি ছবি নিয়েই কথা বলছে। শাকিব কিন্তু আমার আর ওর “রাজনীতি” ছবি নিয়ে কোনো কথাই বলছে না। অপুর কণ্ঠে অভিমানের সুর। আর এই অভিমান থেকে আরও বললেন, ‘অনেক দিন পর আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাও আবার ঈদের ছবি। শাকিব যদি তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চায়, থাকুক। “রাজনীতি” ছবির সব ধরনের প্রচারণায় অংশ নেব আমি। ঈদে “রাজনীতি” জিতবেই। হ্যাঁ, শাকিব খানকে ছাড়াই ‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস। জানালেন, আগামীকাল বুধবার এ ছবির টিজার ও গান ইউটিউবে মুক্তি পাবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে ফেসবুক লাইভে যাবেন, বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর এফএম রেডিওতে কথা বলবেন। শাকিব খান ব্যস্ত ‘রংবাজ’ ছবির শুটিং নিয়ে। এরপর তিনি যাবেন লন্ডনে। সেখানে কোরবানীর ঈদের জন্য আরেকটি ছবির শুটিং করবেন। ওই ছবির নাম ‘চালবাজ’। লন্ডন থেকে ফিরবেন জুলাই মাসের প্রথম দিকে। ফিরেই কলকাতায় অন্য ছবির কাজ করতে যাবেন। এদিকে চ্যানেল আই অনলাইনকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, ‘শাকিব তো বুবলীর সঙ্গে তার “রংবাজ” ছবি নিয়ে ব্যস্ত। ও তো সব জায়গায় ঈদের একটি ছবি নিয়েই কথা বলছে। শাকিব কিন্তু আমার আর ওর “রাজনীতি” ছবি নিয়ে কোনো কথাই বলছে না। অপুর কণ্ঠে অভিমানের সুর। আর এই অভিমান থেকে আরও বললেন, ‘অনেক দিন পর আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাও আবার ঈদের ছবি। শাকিব যদি তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চায়, থাকুক। “রাজনীতি” ছবির সব ধরনের প্রচারণায় অংশ নেব আমি। ঈদে “রাজনীতি” জিতবেই। হ্যাঁ, শাকিব খানকে ছাড়াই ‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস। জানালেন, আগামীকাল বুধবার এ ছবির টিজার ও গান ইউটিউবে মুক্তি পাবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে ফেসবুক লাইভে যাবেন, বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর এফএম রেডিওতে কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat