×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৪
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজেটের কয়েকটি বিষয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে : ক্ষমতাসীন ১৪ দল
নিজস্ব প্রতিনিধি:- ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে ক্ষমতাসীন ১৪ দল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোট সেই বিষয়গুলো সংশোধনের আহ্বান জানিয়েছে। আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ও ঘূর্ণিঝড় মোরা বিষয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভা শেষে এই আহ্বান জানান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘একটি বিশাল অঙ্কের উচ্চাভিলাষী বাজেট দেওয়ায় অর্থমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তবে আমানত, আবগারি শুল্ক, সারচার্জসহ কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। বাজেটের যে বিষয়গুলো জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেগুলো প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিবেচনা করবেন বলেও আশা করেন মোহাম্মদ নাসিম। ১৪ দলের মুখপাত্র আরো বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী বাজেট প্রমাণ করেছে যে, দেশ এগিয়ে যাচ্ছে। আর এটি বাস্তবায়নের মাধ্যমে দেশ উচ্চমধ্যম আয়ের দেশের দিকে এগোবে। বৈঠকের সভাপতি ও জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, বাজেটের কিছু বিষয় সংশোধনের প্রয়োজন আছে। আমানতের বিষয়টি, আবগারি শুল্ক বর্ধিত করা—এসব প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। এদিকে বাজেট নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাজেটের আট ঘণ্টার মধ্যেই না পড়ে, না বুঝে একটি ইফতারিতে গিয়ে তিনি মিথ্যা বলেছেন। এটি তার চরিত্র। এ বাজেট গরিবকে সাহায্য করবে। কিন্তু তারা (বিএনপি) সমালোচনা করতে অভ্যস্ত, আমাদের সমর্থন তারা করতে পারেন না। হাওয়া ভবন বানিয়ে যারা ধনীর স্বার্থরক্ষা করেছে, তাদের মুখে এসব শোভা পায় না। বাজেট নিয়ে অর্থনীতিবিদদের সমালোচনার বিষয় জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্লেষণে কিছুটা নেতিবাচক কথা বলা তাঁদের অভ্যাস। আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি প্রেসক্রিপশন শুরু হয়ে গেছে। এ অধিকার তাদের কে দিয়েছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কিন্তু দেশি-বিদেশি চেনামহল চক্রান্তে তৎপর হয়ে উঠেছে। জামায়াত-বিএনপি হুমকি দিচ্ছে অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, এর আগেও তারা চক্রান্ত করে ব্যর্থ হয়েছিল, হেফাজত চক্রান্ত করে ব্যর্থ হয়েছে। সামনে কোনো চক্রান্ত হলে, প্রেসক্রিপশন দিলে, সেটি প্রতিহত করতেও আমরা মাঠে নামব। এ ছাড়া রাঙামাটির লংগদুর ঘটনায় ১৪ দল উদ্বিগ্ন উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধিদল ৬ জুন ঘটনাস্থলে যাবে। এ ছাড়া ৭ জুন কক্সবাজারসহ ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকায় ১৪ দলের আরেকটি প্রতিনিধিদল যাবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat