×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৭
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে বেতন অগ্রিম দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি:- ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে চলতি মাসের বেতন অগ্রিম দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ঈদ উপলক্ষে দেশটির বাসিন্দারা যেন কেনাকাটা করতে পারেন, সে জন্য এ নির্দেশ বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। এ বিষয়ে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় জানায়, অগ্রিম বেতন দেওয়ার বিষয়ে বাদশার নির্দেশ অনুযায়ী ‘অ্যারাবিয়ান মনিটরিং এজেন্সি’কে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে ১৮ জুন (রোববার), অর্থাৎ ২৩ রমজান বেতনের টাকা জমা হবে। ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন আগে থেকেই কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যেই চলতি মাসের বেতন অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত সৌদি আরবের। এ মাসের বেতন পরবর্তী শাওয়াল মাসের ২ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা ঈদের পর হয়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat