×
ব্রেকিং নিউজ :
দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত ইহসানুল করিম এওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স পুরস্কার পেলেন সাংবাদিক আফসান চৌধুরী আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন : রেলপথমন্ত্রী রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্চে ১০৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। গত মার্চ মাসে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।
বৃহস্পতিবার বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ৪৫ হাজার ৯০১ পিস ইয়াবা, আট হাজার ৫৫২ বোতল বিদেশি মদ, ১৬৮ লিটার বাংলা মদ, চার হাজার ৫০৮ ক্যান বিয়ার, ৩৩ হাজার ১৩ বোতল ফেন্সিডিল, দুই হাজার ২২০ কেজি গাঁজা, পাঁচ কেজি ৭০০ গ্রাম হেরোইন, পাঁচ হাজার ৭৮৫টি অ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট, এক হাজার ৩১৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৪ লাখ ৭৬ হাজার ৭৬০টি বিভিন্ন ট্যাবলেট। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে আছে ১৩ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণ, আট হাজার ৪৬০টি শাড়ি, এক হাজার ৬৪৪টি থ্রিপিস, শার্টপিস, ১৮৬ মিটার থান কাপড়, ৯৫০টি তৈরি পোশাক ও ৪০ হাজার ৯১৯ সিএফটি কাঠ। জব্দ করা অস্ত্রের মধ্যে আরও রয়েছে তিনটি পিস্তল, দুটি বন্দুক, একটি রিভলভার, ১৩ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন। বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১৩ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপার্দ করেছে বিজিবি। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৮ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিজিবি ৩০৮ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat