×
ব্রেকিং নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা কুড়িগ্রামে শিশু একাডেমি আয়োজিত স্কুলভিত্তিক নৃত্য প্রতিযোগিতা টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে উড়ছেন গোল মেশিন সাবিনা
স্পোর্টস ডেস্ক:- ভিসা জটিলতায় ভারত যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। শেষ পর্যন্ত লিগ শুরুর একদিন আগে ভারতে পৌঁছায় সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার। প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। গোল পাননি। ৫-০ ব্যবধানে হেরেছিল তামিলনাড়ুর দল সিথু এফসি। পরের ম্যাচে একাদশে সুযোগ পেয়ে করেন ১ গোল। তার পরের ম্যাচে আরো ১ গোল। আর নিজের চতুর্থ ম্যাচে বুধবার করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে জয় পায় সিথু এফসি। নিশ্চিত করে সেমিফাইনাল। আজ শুক্রবার সিথুর হয়ে নিজের পঞ্চম ম্যাচে মাঠে নামেন তিনি। আজও করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে সিথু এফসি জয় পেয়েছে ৩-১ ব্যবধানে, ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে। লিগে এটা সিথুর টানা চতুর্থ জয়। আর সাবিনার ষষ্ঠ গোল। ১০ এপ্রিল ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে সিথুর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন। ৫ ম্যাচের ৪টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবিনাদের দল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইস্টার্ন স্পোর্টিং। শুক্রবার ম্যাচের ২৭ মিনিটে সিথুর অধিনায়ক ইন্দুমতি গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় ইন্দিরা গান্ধী একাডেমি। বিরতির পর সাবিনা জোড়া গোল করে সিথুকে ৩-১ ব্যবধানে জেতান। আজও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করে পাননি ম্যাচসেরার পুরস্কার। ফাইনাল রাউন্ড শেষে শেষ চারে ওঠা দলগুলোর সেমিফাইনাল ম্যাচ হবে ১১ এপ্রিল। আর ফাইনাল হবে ১৪ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat