×
ব্রেকিং নিউজ :
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন : রেলপথমন্ত্রী রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় : পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনীয় সৈন্যরা ডিপিআর-এ একদিনে ১৪ বার গোলাবর্ষণ করেছে গ্রাজুয়েটদের প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর তিন দেশ সফর শেষে দেশে ফিরেছেন শি নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী ২১ বছর পর সিরি-এ লিগে ফিরলো কোমো যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত : স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেয়াদের আগে পার্লামেন্ট ভেঙে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:- মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আগাম নির্বাচনের জন্য মেয়াদ পূর্ণ হওয়ার দুই মাস আগেই তিনি এ ঘোষণা দেন। শনিবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হবে বলে জানান তিনি।
মালযেশিয়ার সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হয়। সে হিসেবে দুমাসের মধ্যে দেশটির ১৪তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পথ সুগম করতেই রাজা পঞ্চম সুলতান মুহম্মদ আগামী ৭ই এপ্রিল পার্লামেন্ট ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন নাজিব রাজাক। এবারের সংসদ নির্বাচনে নাজিব রাজাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে আধুনিক মালয়েশিয়ার স্থপতি এবং টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী পদে থাকা মাহাথির মোহাম্মদকে। এ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য ৯২ বছর বয়সি মাহাথিরকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট পাকাতান হারাপান। আর পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে জয়ী হলে আনোয়ার ইব্রাহিম কারাগার থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat