×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুস্তাফিজের না থাকা অন্যদের জন্য ‘বড়’ সুযোগ : সাকিব
পায়ের আঙুলে চিড় ধরা পড়ায় কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে দর্শক হয়ে থাকতে হচ্ছে বাঁহাতি এ পেসারকে। সীমিত পরিসরে এ মুহূর্তে দলের সেরা পেসারকে হারিয়ে চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। তবে বিয়ষটিকে ভিন্নভাবে দেখতে চাচ্ছেন টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। মুস্তাফিজের পরিবর্তে যারা সুযোগ পেতে যাচ্ছেন তাদের দলে জায়গা পাকাপাকি করার বড় সুযোগ দেখছেন সাকিব। দলের সঙ্গে যোগ দিতে আজ সকাল দেরাদুনের বিমান ধরেছেন সাকিব।  তার সঙ্গী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  বিমানবন্দরে দুজন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। মুস্তাফিজকে হারিয়ে দুজনের কন্ঠে হতাশার সুর। ‘মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার। স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটু ডিফিকাল্ট।’- বলেছেন সাকিব। আর মিনহাজুল আবেদিন বলেন, ‘অবশ্যই ওকে মিস করবো। ও আমাদের রেগুলার বোলার শর্টার ফরম্যাটে। মাত্রই আইপিএল খেলে এসেছিল। ওখানকার অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে লাগাতে পারত। সেটা মিস করবো।’ মুস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার আবুল হাসান রাজু। আগে থেকেই স্কোয়াডে আছেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও আবু হায়দার রনি। তাদের নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক,‘আমরা যখন দল ঘোষণা করেছিলাম তখনই রাজুকে (আবু হাসান) স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। ও স্লোয়ারটা ভালো করতে পারে। আইপিএলে উইকেট গুলোতে দেখেছি যথেষ্ট ঘাস থাকে। সেই অবস্থা থেকে ওই বিবেচনায় ওকে আমরা নিয়েছি। আমাদের পেস বিশেষজ্ঞ বোলার রুবেল তো আছেই। রাহী (আবু জায়েদ) আছে। শেষ বিপিএলে যথেষ্ট ভালো করেছে। যদি সুযোগ আসে তাহলে এটা হবে ওর জন্য বড় প্ল্যাটফর্ম কাজে লাগানোর জন্য।’ সাকিবও সুর মিলিয়ে বলেছেন, ‘মুস্তাফিজ না থাকায়…এটা কিন্তু আরেকটা সুযোগ অন্য বোলারদের। তাদের প্রমাণের বড় সুযোগ আমি মনে করি।  যার জন্য সুযোগটি আসবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat