×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ১৩ দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
নিউজ ডেস্ক:- ২০১৮-১৯ অর্থবছরের করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়ে ১৩ দপ্তরের সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ স্বাক্ষর করেছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের পক্ষে তথ্য সচিব আবদুল মালেক এবং অধিনস্ত ১৩ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা চুক্তিতে সই করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা সংস্থাগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য অধিদপ্তর (পিআইডি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। চুক্তির প্রাক্কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মকর্তাদের কাজের গতি বৃদ্ধি করে এবং কাজের জবাবদিহিতা আনে। এই চুক্তি স্বাক্ষরের ফলে আগামী অর্থবছরের লক্ষ্য অর্জনের পথে কোথাও অদক্ষতা, ঘাটতি বা গাফিলতি আছে কি না-তা সহজেই ধরা যায়, এবং সে অনুযায়ী করা করা সম্ভব হয়। তিনি বলেন, ‘জাতীয় বাজেটে যেসব লক্ষ্য নির্ধারিত হয় তা কীভাবে অর্জন করা যায়, সে বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ প্রত্যেক মন্ত্রণালয়কে লক্ষ্য অর্জন করার জন্য কর্মকৌশল করে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হচ্ছে। হাসানুল হক ইনু বলেন, আপনি যে লক্ষ্য ঠিক করে দেন সেটা অর্জন করলেই যে স্বস্তির নিশ্বাস ফেলবেন তা ঠিক না, আপনি আরো বাড়তি কাজ করতে পারেন। এই চুক্তি সম্পাদনের পর থেকে চুক্তির নির্ঘণ্ট অনুযায়ী আপনারা কাজ করবেন এবং চুক্তির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়কে সাহায্য করবেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, কাজ কীভাবে করবেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হচ্ছে সেই নির্দেশনা। তদারকি জোরদার হলে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। যেসব প্রকল্পে ৮০-৯০ শতাংশ কাজ শেষ হয়েছে সেগুলো যেন আগামী ২-৩ মাসের মধ্যে করতে পারি, নির্বাচনের আগে সকল শক্তি নিয়োগ করে প্রকল্পের কাজ শেষ করতে হবে। তথ্য সচিব আবদুল মালেক মন্ত্রণালয় ও ১৩ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য বাস্তবায়নে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মনযোগ দিয়ে কাজ করলে নির্ধারিত সময়েই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সম্ভব। ২০১৬-১৭ অর্থবছরের তথ্য মন্ত্রণালয়ের সম্পাদিত এপিএ’র ৯৩ দশমিক ৮৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি। সূত্র:- পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat