×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৩
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেরাদুনের অভিষেকে জয় চায় বাংলাদেশ
এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি আফগানদের বিরুদ্ধে সিরিজটা বড়সড় চ্যালেঞ্জের ক্ষেত্র হবে। তা অনুমেয় ছিল। শুক্রবার রাতের প্রস্তুতি ম্যাচের পর সেই আশঙ্কা আরো ঘনীভূত হয়েছে। কারণ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীরা সিরিজে বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে দোলাচলে পড়ে গেলেও টাইগাররা অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।
 
গতকাল ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সৌম্য-মোসাদ্দেকরা সবাই মিলে সমস্বরে গাইছেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি গান। প্রস্তুতি ম্যাচে হারের চাপকে উড়িয়ে দলের অভ্যন্তরে সতেজ বাতাস যেন বইয়ে দিল এমন সম্মিলিত সংগীত।
 
আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আজ দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এমন সিরিজের আগে সতীর্থদের চাঙ্গা করতেই হয়ত অধিনায়ক সাকিবও গলা মেলালেন।
 
ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আট টায় শুরু হবে ম্যাচটি।
 
দলের সঙ্গে দেরাদুনে থাকা জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, শুক্রবার ম্যাচ শেষে গভীর রাতে হোটেলে ফিরেছে দল। গতকাল তাই বিশ্রাম ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। এদিন ঐচ্ছিক অনুশীলন করেছেন শুধু মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে দলে যোগ দেওয়া পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু। ইতোমধ্যে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলে ফেরা ওপেনার তামিম ইকবাল দলের সঙ্গে যোগ দিয়েছেন।
 
প্রস্তুতি ম্যাচের হারকে বড় করে দেখছে না টাইগার শিবির। গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ আসলে আইডিয়া নেওয়ার জন্য। উইকেটের ধরন, কন্ডিশন সবকিছু জানা হয়েছে। এই হারকে নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই। মূল ম্যাচে সবাই শতভাগ দিবে এবং আরো ভালো ক্রিকেট হবে।’
 
জয়ের জন্যই আজ মাঠে নামবে সাকিব বাহিনী। প্রধান নির্বাচক বলেন, ‘অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে। প্রতিটি ম্যাচ বাই ম্যাচ আমরা খেলব। জেতার জন্যই পরিকল্পনা হবে। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। দলের সবাই ভালো আছে। আশা করি বাংলাদেশ সেরা ক্রিকেটটাই খেলবে।’
 
র্যাংকিংয়ে উপরে থাকা আফগানদেরই সিরিজে ফেবারিটের তকমা দিয়েছেন সাকিব। প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তির স্বরূপটাও দেখিয়েছে স্বাগতিকরা। ঝড়-বৃষ্টি পেরিয়ে ম্যাচ শুরু হলে বাংলাদেশ আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয়। উইকেট বেশ মন্থর ছিল। শুরুতে দ্রুত উইকেট হারানোর ফলে বড় স্কোরও গড়তে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান প্রস্তুতি ম্যাচে খেলায়নি রশিদ খান, মুজিব জাদরানকে। সিরিজে তারাই হবে স্বাগতিকদের বড় অস্ত্র।
 
মোসাদ্দেক হোসেন সৈকত ৩৮, মুশফিকুর রহিম ২৭, সাকিব আল হাসান ১৯, সাব্বির রহমান ১৮ রান করেন। ২২ রানে দুই উইকেট হারালেও জবাবে ১৭.২ ওভারে দুই উইকেটে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে নেয় আফগান ‘এ’ দল।
 
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দিয়ে একটা অপেক্ষারও অবসান হচ্ছে দেরাদুনবাসীর। আজ সাকিব-রশিদ খানদের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে উত্তরাখণ্ডের রাজীব গান্ধী স্টেডিয়ামের। একটি আন্তর্জাতিক ভেন্যুর অভিষেকে জয়ের ইতিহাস গড়তে হলে আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে কঠিন চ্যালেঞ্জই পাড়ি দিতে হবে সাকিব-তামিমদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat