×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৩
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছরের সেরা ফোন ওয়ান প্লাস সিক্স
বছরের সেরা ফোন ওয়ান প্লাস সিক্স এখন বাজারে। তবে এই ফোনের সব থেকে বিতর্কিত ডিজাইন ডিসপ্লের ওপরে নচ বা খাঁজ। আসলে ফোনের ডিসপ্লে ডিজাইন ৬ ইঞ্চির। সেখানে স্ক্রিন সাইজ ৬.২৮ ইঞ্চি করার জন্য ওই নচের ব্যবস্থা।
খাঁজ ওয়ালা ডিসপ্লে শুধু যে ওয়ান প্লাসেরই আছে তা নয়। ইতিমধ্যেই অপো, ভিভো, আসুস এবং হুয়াওয়ে জানিয়েছে, আইফোন টেনের মতো তাদের ফোনেও ডিসপ্লে নচ থাকবে। স্ক্রিনের জায়গা না কমিয়েও ফোনের হাইট ছোট করে নচ। কিন্তু অনেক ওয়ান প্লাস ভক্তদেরই এই নচের বিষয়টি অপছন্দ। এটা আইফোন টেনের ডুপ্লিকেট নয়। ফলে নচ ডিস্যাবল করারও সুবিধা রেখেছে ওয়ান প্লাস। স্টেটাস বারের আইকন তা বলে হারিয়ে যাবে না তাতে। এই ফোনটি হবে অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত। এতে ৬ জিবি র‌্যাম রয়েছে। এর স্টোরেজ ৬৪ জিবি। প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat