×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৭-২১
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ২ নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতি
নিজস্ব প্রতিনিধি:-নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে  তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার আব্দুস সামাদ মৃধার ছেলে রায়হান (৬০) ও একই এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব (৬৫)।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মণ্ডল এলাকাবাসীর বরাত দিয়ে জানান জানান, ডাকাতরা আমির হোসেন, আলমগীর হোসেন ও আয়নাল হকের দোকানের তালা ভেঙে ব্যাটারি, টাকা ও অন্যান্য মালপত্র লুট করে। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী রায়হান ও মোতালেব বাধা দিলে ডাকাতরা তাদের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat