×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৬
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজসেবামূলক কাজে অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না ডিসি সম্মেলনে প্রতিমন্ত্রী নুরুজ্জামান
নিজস্ব প্রতিনিধি:-‘জেলা প্রশাসকগণ জেলার সমাজসেবামুলক কাজের ২৩টি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব কেবল তাদের রুটিন দায়িত্ব নয়, এটি হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল  ধারায় তুলে আনার দায়িত্ব। সমাজসেবা কোন দয়ার কাজ নয়, সমাজসেবা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে নিজের জেলায় কোন অনিয়ম হলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজসেবামূলক কাজে দায়িত্বে কোন অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না।’ আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর কার্য অধিবেশন সংক্রান্ত সভায় উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকদের উদ্দেশে কথাগুলো বললেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সম্মেলনে নরসিংদীর জেলা প্রশাসক নরসিংদীতে সরকারি শিশু পরিবারের জরাজীর্ণ বিল্ডিং ও সেখানকার কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নরসিংদীর শিশু পরিবারটির মেরামতের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান। গাজীপুরের জেলা প্রশাসক গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রের একটি প্রিজন ভ্যানের প্রয়োজনীয়তা ও সেখানে অবস্থিত শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রটির জীর্ণ অবস্থার কথা তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মাত্র তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলোতে প্রিজন ভ্যান দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একটি করে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বরিশালের বিভাগীয় কমিশনার হিজড়াদের পুনর্বাসন করা ও সমাজের অতিশয় বৃদ্ধদের জন্য ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করা যায় কিনা তা নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat