×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৮
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত
নিজস্ব প্রতিনিধি:-কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও কন্যা। মঙ্গলবার সকালে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকার মহেষপুর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকার দক্ষিণখান এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম মঙ্গলবার ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমিনুল ইসলাম এবং তার চার বছর বয়সি ছেলে ওয়াসি ইসলাম নাবিল মারা যায়। নিহত আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন ও কন্যা আফসানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই সিএনজি চালিত অটোরিকশার চালক পালিয়ে যায়। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat