×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-১২-০৭
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট জাতিসংঘ দূত হচ্ছেন
আন্তর্জতিক ডেস্ক:-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী দূত হিসেবে দেশটির পররাষ্ট্র দপ্তরের নারীমুখপাত্র হিদার নুয়ের্টকে মনোনয়ন দিতে যাচ্ছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র। সিনেটে চূড়ান্ত হলে তিনি জাতিসংঘের বিদায়ী মার্কিন দূত নিকি হ্যালির স্থলাভিষিক্ত হবেন। হ্যালি গত অক্টোবর মাসে তার পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি কেন পদত্যাগ করছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নুয়ের্টকে শুক্রবার মনোনয়ন দেয়া হবে। গত নভেম্বর মাস থেকেই এ পদের জন্য ৪৮ বছর বয়সী নুয়ের্টের নাম বিবেচনা করা হচ্ছে। গত মাসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ পদে ফক্স নিউজের সাবেক এ অ্যাঙ্করের নাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘নুয়ের্ট চমৎকার একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের সাথে রয়েছেন। তিনি সত্যিকার অর্থেই অনেক চমৎকার।’ উল্লেখ্য, নুয়ের্ট ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat