- প্রকাশিত : ২০১৮-১২-২৬
- ৪০৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শেখ রাসেলকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
স্পোর্ট ডেস্ক:-শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হয়েছে নবাগত দল বসুন্ধরা কিংস। ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতল দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে খেলাটি হয়। খেলার ১৭ মিনিটের মাথায় মার্কোস দি সিলভার গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর একের পর এক আক্রমণ করে শেখ রাসেল। কিন্তু কাজের কাজ হয়নি। শেষপর্যন্ত ৪৩তম মিনিটে ১ গোল করে সমতায় ফেরে শেখ রাসেল।
নির্ধারিত সময়ের খেলা শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ে মতিন মিয়া জালে বল জড়িয়ে বসুন্ধরা কিংসকে জয় সূচক গোলটি এনে দেন।
২০১২ থেকে ২০১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ শিরোপা জেতে শেখ রাসেল। ওই বছর সুপার কাপে রানার্সআপ হয় তারা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..