×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-১২-২৭
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
নিউজ ডেস্ক:–  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আজ সকলপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আসন্ন ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।’ বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু, নারীসহ সকল বাংলাদেশি নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগে নিরাপদ বোধ এবং আস্থা অনুভব করেন। এতে আরও বলা হয়, ‘সুশীল সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদেরকে তাদের দায়িত্ব পালনে পূর্ণ সহায়তা দিতে হবে।’ মহাসচিব একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যহত রাখার প্রতিশ্রতি পুনর্ব্যক্ত করেন।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat