×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-১২-২৮
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিলের ওপর নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক:–ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে বলা হয় , গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০১৮ সকাল ৮টা হতে ১ জানুয়ারি ২০১৯ ইংরেজি তারিখ বিকাল ৪টা পর্যন্ত কোন নির্বাচনী এলাকায় যে কোন ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না। আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন হিংস্রতামূলক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। এছাড়া, কোন ভোটার বা নির্বাচনী কাজের দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না এবং কোন অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। এতে বলা আরো বলা হয়, কোন ব্যক্তি উক্ত বিধানাবলী লংঘন করলে তিনি অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদন্ডে এবং অর্থদন্ডে দন্ডনীয় হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat