- প্রকাশিত : ২০১৮-১২-৩০
- ৪১৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় সিলেটে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে
নিউজ ডেস্ক:–সারাদেশের ন্যায় সিলেটেও সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে ভোট শুরু হওয়ার এক-দেড় ঘন্টা পর সাড়ে নয়টার দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে। এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ সকালে জানান সেখানে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে সিলেট নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক এবং বালিকা এ দুটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটাররা ধীরে সুস্থে আসছেন। বুথের সামনে বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য। এ দুটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাধিক্য দেখা গেছে।
কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের স্লিপ দেখে তাদের ভেতরে প্রবেশ এবং নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে
রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।
সিলেট বিভাগের চারটি জেলায় সংসদীয় আসন রয়েছে ১৯টি। তন্মধ্যে সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ৪টি ও হবিগঞ্জে ৪টি আসন আছে। সব আসনের ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন ভোটার আজ ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদে নিজেদের আগামীর জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..