×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-১২-৩১
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব
নিউজ ডেস্ক:– প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে আগামীকাল ১ জানুয়ারি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৯’ উদ্যাপিত হবে। জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটি আগামীকাল সকাল সাড়ে নয়টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থেকে কেন্দ্রীয়ভাবে জাতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনা ও বই বিতরণ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, পাঠ্যপুস্তক উৎসবে এবার ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি বিনামূল্যের বই বিতরণ করা হবে। ইতিমধ্যে দেশের সকল জেলা-উপজেলায় বই পৌঁছে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat