×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাকিব আল হাসানের ওপরই ভরসা রাখছে ঢাকা ডায়নামাইটস
স্পোর্ট ডেস্ক:- ঢাকা ডায়নামাইটস গতবার চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু তাদের দলটা নিঃসন্দেহে একটা ‘চ্যাম্পিয়ন’ দল। সুনীল নারিন, কিয়েরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই; তারকায় তারকায় খচিত এই দল। এর মধ্যে কাকে ছেড়ে কার দিকে তাকাবেন, সে নিয়েই ভাবনা করা যেতে পারে। কিন্তু এতো সব তারকার ভিড়েও দেশের সুপারস্টার, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপরই ভরসা রাখছে ঢাকা ডায়নামাইটস। গতকাল দলটির কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব পারফরম করলে সে একাই পার্থক্য গড়ে দিতে পারে। এবারের বিপিএল নিয়ে কথা বলতে গিয়ে সুজন বলছিলেন, এখানে প্রতিটা দল, প্রতিটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। সেভাবেই এগোতে চান তারা। ভুল যথাসম্ভব কম করতে চান। আর ভরসাটা সাকিবের ওপর রাখতে চান, ‘প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটা দলই শক্তিশালী থাকবে, আমাদের ভুল খুব কম করতে হবে। যত ভুল কম হবে ততো ভালো হবে, দিন শেষে প্রথম চারে যাওয়া মূল লক্ষ্য থাকবে। এরপর চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য, এছাড়া আমাদের অধিনায়ক সাকিব অনেক ফর্মে আছে। এটা অনেক বড় একটা ব্যাপার। সে এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে এটাও অনেক বড় কিছু। সাকিব সেভাবে খেললে আমি মনে করি সে একাই অনেক কিছু করতে পারে।’ সুজন বলছিলেন, সবগুলো দলই এবার বিপিএলে শক্তিশালী। তাই কাউকে ছোট বা কাউকে বড় করে দেখছেন না তারা। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, সবগুলো দলের শিরোপা জয়ের সম্ভাবনা আছে, ‘কম্বিনেশনের উপর নির্ভর করে কোন টিম কেমন করবে। সব দলই শক্তিশালী, কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমি মনে করি সবার মধ্যেই সেই অ্যাবিলিটি আছে শিরোপা জেতার।’ তবে এই এতো দলের ভিড়ে নিজেরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই শুরু করবেন বলে সুজন আশা শোনালেন। তিনি মনে করেন, তাদের দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য উপযুক্ত অবস্থায় আছে, ‘চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই শুরু করব ইনশাআল্লাহ্। এই ফরম্যাটে মমেন্টামটা এত তাড়াতাড়ি বদলে যায় আসলে সেটা আবার ফিরিয়ে আনা কষ্টকর। তাই প্রতিটা খেলার জন্যই মোমেন্টামটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন আমাদের দল ভালো, আমাদের বিদেশি ক্রিকেটারের কালেকশনও ভালো, আমাদের কম্বিনেশনও খুব ভালো মাশআল্লাহ।’ এবার বিপিএলটা এক অর্থে একটু অন্যরকম। এবার বিপিএলে ফিরছেন আশরাফুল। এই ঢাকার হয়ে ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ছিলেন সাবেক এই জাতীয় দল অধিনায়ক। সুজন মনে করেন, এই ফেরাটা আশরাফুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আশরাফুল নিজেকে প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছেন, ‘আমি মনে করি আশরাফুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিপিএলে আশরাফুল আসার চেয়ে তাঁর জন্য বিপিএল বেশি গুরুত্বপূর্ণ। এত বছর পর সে ফিরে এসেছে। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে আশ্চর্য বালক ছিল আশরাফুল। নিষেধাজ্ঞার জন্য মাঠে ফিরতে পারেনি সে, অবশ্যই তাঁর জন্য মাঠে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই খেলা পাগল একটা ছেলে সে। আমি মনে করি এই বিপিএলটা তাঁর জন্য অনেক বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat