×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচন করা হয়। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য জানিয়েছে। আওয়ামী লীগের সাংসদরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর নাম সংসদীয় নেতা হিসেবে প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন জানান দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু। এরপর সভায় উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভানেত্রী হিসেবে নির্বাচন করেন। এর মাধ্যমে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন। ফলে শেখ হাসিনাই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নির্বাচনে বিজয়ী হয়ে পরপর তিনবার এবং এই পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নির্বাচনের মাধ্যমে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গণতান্ত্রিক বিশ্বে খুব বেশি নেই। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৭টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি। ১৯৯৬ সালে সপ্তম সংসদে শেখ হাসিনা প্রথম সংসদ নেতা নির্বাচিত হন। পরে ২০০৯ সালে নবম সংসদ এবং ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat