- প্রকাশিত : ২০১৯-০১-০৪
- ৪২০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক
জনপ্রশাসন মন্ত্রী, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গাঁ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আজ পৃথক পৃথক শোক বার্তায় মন্ত্রিবর্গ বলেন, সৈয়দ অশরাফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে দিকপালের ভূমিকা রেখেছেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন সাদা মনের মানুষ ছিলেন, তার প্রয়াণে জাতি একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।
মন্ত্রিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..