×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমন্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এই দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রকিব হোসেন, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও সৈয়দ আশফাকুল ইসলাম (টিটু) প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বৃহষ্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রোববার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat