- প্রকাশিত : ২০১৯-০১-২০
- ৩৮৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
অতীতের সরকারগুলোর মদদে দেশ জঙ্গিবাদের কবলে পড়েছিল : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:– প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি মরণ ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে। এর গোড়াপত্তন করেছে ৭৫ এর পরের সরকার। অতীতের সরকারগুলোর মদদেই দেশ জঙ্গিবাদের কবলে পড়েছিল। তখন জঙ্গিবাদ সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন সাপোর্ট ছিল।
রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালো ব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে। এ লক্ষ্য অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে। তার জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..