×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিল্পপতিদের প্রতি আহ্বান পরিকল্পনা মন্ত্রীর
নিউজ ডেস্ক:–পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত তৈরিপোশাক শিল্প পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মন্ত্রী বলেন, শ্রম রপ্তানি করে বাংলাদেশ ভাগ্যের চাকা ঘুরিয়েছে। সুতরাং এ বাজারগুলো ধরে রাখার জন্য বর্তমান সরকার সকল প্রকার সহায়তা দিয়ে যাবে। এটা আমাদের দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি। এম এ মান্নান বলেন, বাংলাদেশ বিশ্বে একটি উদীয়মান, পরিবর্তনশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি সম্ভব হয়েছে সকলের পরিশ্রমের ফলে। পোশাক খাতের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে বলে মন্ত্রী জানান। বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুর কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোঃ ইকবাল। এ প্রদর্শনীতে ২৪টি দেশের ৫১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat