×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে বিদায় সংবর্ধনা প্রদান
নিউজ ডেস্ক:–মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (সরকারের যুগ্মসচিব) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কামরুন নাহার, প্রাক্তন সিনিয়র সচিব নাছিমা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মাহমুদা শারমীন বেনু, বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এডভোকেট অধ্যাপক মমতাজ বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মোঃ আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি বলেন, নারী ও শিশুর উন্নয়নে সব সময় সরব থাকব। দেশ ও জনগণের কাছ থেকে পেয়েছি অনেক। পাওয়া নিয়ে এখন ভাবি না। কী দেওয়া যায় তাই নিয়ে ভাবছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কামরুন নাহার বলেন, শাসন নয় ভালবাসা দিয়ে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমকে বেগবান করব এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে সারা জীবন কাজ করে যাব। নাছিমা বেগম বলেন, মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান হয়েছে এবং উন্নয়নের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat