- প্রকাশিত : ২০১৯-০১-২৬
- ৪২৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
আন্তর্জতিক ডেস্ক:- ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বীরভুমের দুবরাজপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের সিউড়ি-দুর্গাপুর রোডের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রাকের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়।
একটি খালি ট্রাকে করে ১২ জন ব্যক্তি যাচ্ছিলেন, উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রাক ধাক্কা দিলে এই সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ৪জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের অবস্থা আশঙ্কা জনক বলে খবরে বলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..