- প্রকাশিত : ২০১৯-০১-২৬
- ৪২২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
প্রবাস ডেক্স:- বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক গতকাল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রথমবারের মতো বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। ক্যাপ্টেন আব্দুল্লাহ তার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে এই সম্মানজনক পদ লাভ করেন। অন্য পুলিশ কর্মকর্তা সাঈদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুষ্কৃতকারীকে প্রতিহত করে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে ব্রুকলিন ব্যুরো সাউথ পেট্রোলের নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চিফ চার্লস শল (Deputy Chief Charles Scholl, Executive Officer of Patrol Borough Brooklyn South), বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর সভাপতি সুজাত খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বাপার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মাসুদ বলেন, আমার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের সকল প্রবাসী বাঙালি সম্প্রদায়ের বেড়ে উঠা নতুন প্রজন্ম ক্যাপ্টেন আব্দুল্লাহ ও অফিসার সাঈদ আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে। তারা মেধা ও জ্ঞানের চৌকর্যে উজ্জীবিত হয়ে বিশ্বে স্ব স্ব দেশ ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকবৃন্দ ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..