- প্রকাশিত : ২০১৯-০২-০১
- ৪৩৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
পাবনার সাঁথিয়ায় বাস-ট্রাক মুখোমখি সংঘর্ষে একজন নিহত
নিজস্ব প্রতিনিধি:- পাবনার সাঁথিয়ায় বাস-ট্রাক মুখোমখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সাঁথিয়া উপজেলার ছোন্দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়ার মাধপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুল খালেক জানান, পাবনা থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলস নামে একটি বাসের সঙ্গে সাঁথিয়ার ছোন্দহ এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রফিক নামে বাসের হেলপার মারা যান এবং ১৫ জন আহত হন। আহতদের আশে পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- বেড়ার নলভাঙ্গা গ্রামের সালামের ছেলে সবুজ, জব্বারের ছেলে রিপন, পঞ্চগড় জেলার কালাজত, ময়মনসিংহ জেলার আনোয়ারের ছেলে সজিব, দুবলিয়া গ্রামের আজিুদ্দিনের ছেলে মামুন, পাবনা রামচন্দ্রপুর গ্রামের হোসেন আলী মেয়ে সেলিনা, সৈয়দপুর গ্রামের সাইদুর রহমান, সুজানগরের শান্তিপুর গ্রামের রহমানের ছেলে খায়রুল ও শাহজাদপুরের সানোয়ার।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..