- প্রকাশিত : ২০১৯-০২-০২
- ৪৮৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
আজ অস্তিত্বের লড়াইয়ে ঢাকা ডায়নামাইটস
স্পোর্ট ডেস্ক:-আকাশে উড়ছিল যেন ঢাকা ডায়নামাইটস। মনে হচ্ছিল, সবার আগে এবার বিপিএলের সেরা চার নিশ্চিত করে ফেলবে এই তারকাখচিত দলটি। সেই ঢাকারই এখন কী দুর্ভাগ্য!
টানা ৫ ম্যাচ হেরে ঢাকা এখন খাদের কিনারে দাঁড়িয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরে গেছে দলটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এই টানা ৫ পরাজয়ের ফলে এখন ঢাকাকে শেষ ম্যাচ জিততেই হবে সেরা চার খেলতে হলে।
ঢাকার এখন ১১ ম্যাচে পয়েন্ট ১০। এখন তারা আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। এই তালিকার ৪ নম্বরে থাকা রাজশাহীর পয়েন্ট ১২ ম্যাচে ১২। আজকে ঢাকার শেষ ম্যাচ খুলনা টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচে ঢাকা হারলে কোনো হিসাব নেই। সরাসরি বাদ পড়বে তারা। সে ক্ষেত্রে সেরা চারে চলে যাবে রাজশাহী। আর আজকের ম্যাচে ঢাকা জিতলে রাজশাহীর সাথে পয়েন্ট সমান হবে।
পয়েন্ট সমান হলে অবশ্য ঢাকা এগিয়ে থাকবে। কারণ, নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে দু’দলের মুখোমুখি লড়াইয়ের ফল। মুখোমুখি ২ ম্যাচে একবার ঢাকা জিতেছে, একবার রাজশাহী। ফলে এভাবে কোনো দল এগিয়ে থাকছে না। তখন আসবে রানরেটের প্রশ্ন। রানরেটে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে আছে ঢাকা। রাজশাহীর রানরেট -০.৫১৮। অন্যদিকে ঢাকার রানরেট +০.৮৬৪। ফলে আজ খুলনার বিপক্ষে জিতলেই সেরা চারে যাচ্ছে ঢাকা।
গতকাল ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বললেন, ‘আমরাশুরু করেছিলাম খুব ভালো। শেষ পর্যায়ে এসে আমরা খুব বাজেভাবে কয়েকটা ম্যাচ হেরে গেছি। কালকে (আজ) একটা ম্যাচ আছে, যদি আমরা ভালো করতে পারি, হয়তো বা একটা সুযোগ আসবে আমাদের জন্য সুপার ফোরে যাওয়ার।’
আজ ভয়াবহ চাপ নিয়েই খেলতে হবে সোহানদের। আর এই চাপটাকে জয় করার চ্যালেঞ্জটা নিচ্ছেন তারা। অন্তত তেমনই বললেন সোহান, ‘আমরা শেষ যে চার-পাঁচটা ম্যাচ খেলেছি, প্রতিটাই চাপের ছিল। এবং যখন শুরু করেছি ওই সময়ও চাপের ছিল। ক্রিকেট আসলে চাপ ছাড়া খেলা যায় না। এটা কোনো অজুহাত না যে আমরা চাপের জন্যই এই অবস্থা। আসলে আমাদেরই ভুলের কারণেই আমরা এই সিচুয়েশনে রয়েছি।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..