- প্রকাশিত : ২০১৯-০২-০২
- ৪১৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
নিউজ ডেস্ক:–ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আউলিয়াপুর ইউনিয়নের পেয়ারিগাঁও গ্রামের মৃত অনন্দ বর্মণের ছেলে পরেশ চন্দ্র বর্মণ (৫০) ও তার সঙ্গে থাকা শহরের ইসলামবাগ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে জিয়ন (৪৫)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, সকালে পরেশ চন্দ্র বর্মণ ও জিয়ন মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে তাদের কর্মসংস্থলে (রংপুর) যাচ্ছিলেন। পথে ২৯ মাইল নামকস্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পরেশ মারা যান। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল নেওয়ার পথে মারা যান জিয়ন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..