×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদেশ পাঠানো বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা
নিউজ ডেস্ক:–উচ্চ আদালতের আদেশ পাঠানোর পর অফিস কপির ওপর লিখিত মোমো নম্বর, তারিখ এবং কোর্টের আদেশসমূহ যে মাধ্যমে পাঠানো হয়েছে তা অবশ্যই সুস্পষ্টভাবে মামলার অর্ডার বুক/অর্ডার সিটে নোট করার জন্য নির্দেশ করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্টের গোচরীভূত হয়েছে যে, আদেশ প্রদান শাখা কর্তৃক আদেশসমূহ বিবাদীগণের ওপর প্রেরণান্তে শাখায় অফিস কপি ফেরত দিলে অফিস কপির ওপর লিখিত মোমো নম্বর, তারিখ এবং কোর্টের আদেশসমূহ যে মাধ্যমে পাঠানো হয়েছে মামলার অর্ডার বুক/অর্ডার সিটে অনেক ক্ষেত্রেই তা লিপিবদ্ধ থাকে না। উচ্চ আদালতের আদেশ সংশ্লিষ্টদের ওপর প্রেরণে মেমো নম্বর, তারিখ এবং কিভাবে ওই আদেশ পাঠানো হয়েছে তা অর্ডার বুক/অর্ডার সিটে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat