×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। উপজেলায় বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার।’ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।’ বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশী বন্ধু হারিয়েছে অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে।’ মন্ত্রী জানান, ‘কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat