- প্রকাশিত : ২০১৯-০২-১৩
- ৪৩৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
জয়ের জন্য খেলতে নেমে সতর্ক সূচনা নিউজিল্যান্ডের
স্পোর্ট ডেস্ক:- জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সতর্ক সূচনা করেছে নিউজিল্যান্ড। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি দলটি। ধীরে ধীরে হাত খুলে খেলার চেষ্টা করছে তারা। ১০ ওভারের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার সকালে নেপিয়ারে টস জিতে শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩২ রান করে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে দলীয় ৫ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস ব্যক্তিগত ১ রানে ম্যাট হেনরি বলে বোল্ড হন। স্কোর বোর্ডে দলীয় রান তখন ১৯।
তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। দলীয় ৪২ রানে বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। আস্থার সঙ্গে ব্যাট করতে থাকা সৌম্য সরকারও ক্রিজে টিকতে পারেননি। ২২ বলে ৩০ রান করে সাজ ঘরে ফেরত যান তিনিও। স্কোর বোর্ডে রান সেই ৪২। দলকে বিপদে ফেলে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ বলে ১৩ রান করে দলীয় ৭১ রানে ফিরে যান তিনি।
এরপর রান আউটে কাটা পড়ে সাব্বির রহমান। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ১৩ রান করে ফিরে যান তিনি। দলীয় ১৩১ রানে ২৭ বলে ২৬ রান করে সপ্তম ব্যাটসম্যান আউট হন মেহেদি হাসান মিরাজ। এরপর জুটি বাঁধেন মিঠুন ও সাইফ। সবচেয়ে সফল এই জুটি ভাঙে দলীয় ২১৫ রানে। এ সময় ৪১ রান করে আউট হন সাইফ। পরে দলীয় ২২৯ রানে আউট হন মিঠুন। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুস্তাফিজ।
কিউই বোলারদের মধ্যে মিচেল সাঁটনার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে এবং লুকি ফার্গুসন ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..