×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭০
নিউজ ডেস্ক: – রাজধানী পুরান ঢাকার চকবাজারের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে আজ সকালে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে। গতরাতে ওই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ায় অর্ধশতাধিক আহত হয়। সকল সাড়ে সাতটা পর্যন্ত এই ঘটনায় আহত ৪১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলি আহমেদ বলেন, গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে হাজী ওযাহেদ মেনশনের পাঁচ তলা ভবনের নিচ তলায় রাসায়নিক গুদামে আগুন ধরে যায়। তিনি আরো বলেন, আগুন দ্রুত একটি কমিউনিটি সেন্টারসহ আরো তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত তিনটির দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকা-ের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আহতদের যথাযথ চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে। https://www.youtube.com/watch?v=dkxEWCSnMNk

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat