×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যারা মানুষ পুড়িয়ে মারে তাদের মুখে অগ্নিকান্ড নিয়ে অমূলক বক্তব্য শোভা পায়না : ড. হাছান
নিউজ ডেস্ক: –পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ড নিয়ে বিএনপির বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারে তাদের মুখে অগ্নিকান্ড নিয়ে অমূলক সমালোচনা শোভা পায় না । তিনি বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সে দায় নেতা হিসেবে বেগম জিয়া বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউই এড়াতে পারেন না। মন্ত্রী বলেন, ওই পেট্রোল বোমা হামলা চকবাজার ট্রাজেডির মত এমন দুর্ঘটনা ছিল না। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে অগ্নিকান্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায়না।’ ড. হাছান আজ সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে অভিনয় শিল্পীসংঘের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় মানবতার মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিক নির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে।’ তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করতে বিএনপির সহায়তা করা উচিত ।’ প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ দিয়ে ড. হাছান বলেন, ‘নির্বাচনের কয়েক মাস আগের সময়টিতেও সেদেশে বিরোধীদল দুর্যোগ মোকাবিলায় সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের ঘোষণা দিয়েছে।’ ‘এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক’, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে দুর্ঘটনার কারণ বেরিয়ে আসবে।’ জাতীয় ঐক্যফ্রন্টের গণ শুনানির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণ শুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো। মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া ও অনুপ্রেরণাদায়ী সকল শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘শিল্পচর্চা জাতিকে সমৃদ্ধ করে। দেশের সংস্কৃতি অঙ্গনে অভিনয়শিল্পীদের অবদান সমুন্নত রাখতে বর্তমান সরকার গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ সাধনসহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি বছরে একুশে পদকপ্রাপ্ত তিন শিল্পী সুবর্ণা মুস্তফা, লিয়াকত আলী লাকী ও লাকী ইনামকে এসময় অভিনয় শিল্পী সংঘের সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী। অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ কয়েকশ’ অভিনয় শিল্পী সম্মেলনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat