×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্ষতিগ্রস্ত সেনা পরিবার পাবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ
স্পোর্ট ডেস্ক:-ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা ভারত যেন স্তব্ধ। এ আইপিএলে অবস্থায় জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান করছে না বিসিসিআই। ওই অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ পুলওয়ামায়নিহত জওয়ানদের পরিবারের সাহায্যার্থে ব্যয় করা হবে। শুক্রবার দিল্লিতে ভারত-পাক ক্রিকেট নিয়ে বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) বৈঠকে হয় এমন সিদ্ধান্ত।
কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ভয়ঙ্কর ঘটনায় ৪০জন ভারতীয় সেনা নিহত হয়। এ অবস্থায় শোকে ভারাক্রান্ত ভারতে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান না করাই ভাল বলে মনে করেন সিওএ সদস্যরা। সিওএ প্রধান বিনোদ রাই শুক্রবার বৈঠকের পরে বলেন, ‘আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এ বার করছি না আমরা। এর জন্য যে অর্থ বরাদ্দ করা ছিল, সেই অর্থ দিয়ে নিহত জওয়ানদের পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর আগে নিহত নিহত সেনাদের পরিবারসমূহকে সাহায্য করতে এগিয়ে আসেন ক্রিকেটারেরা। গত সপ্তাহে মোহাম্মদ সামি আর্থিক সহায়তা করেছেন। তার ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ জানান, তিনি নিহত জওয়ানদের পরিবারের শিশুদের পড়াশোনার দায়িত্ব তুলে নেবেন। এবার রঞ্জি ও ইরানি ট্রফি জয়ী বিদর্ভ দলও পুরস্কার অর্থ তুলে দিয়েছে বিপন্ন পরিবারগুলির সাহায্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat