- প্রকাশিত : ২০১৯-০২-২৪
- ৪২৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
জাজাই তাণ্ডবে আফগানিস্তানের বিশ্বরেকর্ড
স্পোর্ট ডেস্ক:- দেরাদুনে আয়ারল্যান্ড তো বটেই বিশ্ব ক্রিকেটকেই যেন টি-টোয়েন্টি শেখাল আফগানিস্তান। গড়েছে বিশ্বরেকর্ডও। সেই রেকর্ডের কারিগর দলটির ওপেনার হজরতউল্লাহ জাজাই। অল্পের জন্য ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড মিস করলেও দলকে নিয়ে গেলেন টি-টোয়েন্টিতে সবার ধরাছোয়ার বাইরে।
নিরপেক্ষ ভেন্যু ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার রাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান করেছে তিন উইকেটে ২৭৮ রান। জাজাই খেলেছেন ১৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। জবাবে আইরিশরা থেমেছে ৬ উইকেটে ১৯৪ রান করে। তাই এই ম্যাচে আফগানরা ৮৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে।
এই ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক গড়েছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আফগানিস্তান তোলে ২৭৮। যা টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া তুলেছিল ২৬৩।
বিশ্বরেকর্ড গড়েন ওপেনার হজরতুল্লাহ জ়াজ়াইও। ৬২ বলে অপরাজিত ১৬২ রান করার পথে ১৬টি ছয় মারেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার মার। এতদিন সেই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। মেরেছিলেন ১৪টি ছক্কা। জ়াজ়াইয়ের ১৬২ রান টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে। অ্যারন ফিঞ্জের সেই ১৭২ রানের ইনিংসটি তাই ব্যক্তিগত তালিকায় সবার উপরেই থাকল।
ওপেনিং জুটিতেও বিশ্বরেকর্ড আফগানদের। জাজাই আর উসমান গনি মিলে প্রথম উইকেটে ২৩৬ রান যোগ করেন। যা শুধু প্রথম উইকেটেই নয়, টি-টোয়েন্টির ইতিহাসে যে কোনও উইকেটেই বিশ্বরেকর্ড।
জবাবে আয়ারল্যান্ড করে ৬ উইকেটে ১৯৪। আফগানিস্তানের পক্ষে রশিদ খান নেন চার উইকেট। হজরতউল্লাহ জাজাই এর ব্যাটিংয়ের কাছে রাশিদ খানের এই বোলিং নৈপুণ্যটা যেন একটু আলোচনার বাইরেই থাকল।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..