×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত-পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীকে মুখোমুখি বসে সমস্যা সমাধানের আহ্বান মালালার
আন্তর্জতিক ডেস্ক:-মুখোমুখি বসুন। একে অন্যের হাতে হাত মেলান। তার পর আলোচনা করে মিটিয়ে ফেলুন কাশ্মীর সমস্যা। কোনও তৃতীয় পক্ষ নয়, ভারত-পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীকে এই অনুরোধ নোবেল শান্তি পুরস্কারজয়ী পাক নাগরিক মালালা ইউসুফজাইয়ের। তার টুইটার অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার এই অনুরোধ জানিয়েছেন মালালা। টুইটে মালালা লিখেছেন, ‘একজন নোবেল পুরস্কারজয়ী হিসেবে, রাষ্ট্রপুঞ্জের শান্তি আন্দোলনের এক জন বার্তাবাহক হিসেবে, একজন পাক নাগরিক ও ছাত্রী হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়া আর তা বেড়ে যাওয়ায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। শঙ্কিত এই দুটি দেশের সীমান্তে থাকা মানুষের জন্য।’মালালা বলেন, ‘যারা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল, তারা খুব ভালকরেই জানেন, পাল্টা আক্রমণ আর প্রতিশোধ কখনওই জবাব হতে পারে না। এটা এক বার শুরু হলে আর শেষ হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক যুদ্ধ চলছে। তার জন্য ভুগতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। এখনও আমরা ওদের সমস্যা দূর করতে পারিনি। এই পরিস্থিতিতে আরও একটা যুদ্ধ চাই না। টুইটে মালালা আরও লিখেছেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলব, আপনারা মুখোমুখি বসুন। হাতে হাত মেলান। তার পর আলোচনায় মিটিয়ে ফেলুন দীর্ঘ দিনের কাশ্মীর সমস্যা। দেখিয়ে দিন, এই কঠিন সময়েও কী ভাবে বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দেওয়া যায়। রুখে দিন জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি।’ মালালার মতে, বহু সমস্যা রয়েছে ভারত ও পাকিস্তানের। এমন নয় যে, সেগুলি কোনও একটি দেশের সমস্যা। দুটি দেশই ভুগছে সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও নাগরিকদের বেহাল স্বাস্থ্য ও অপুষ্টির সমস্যায়। যুদ্ধের বদলে দু’টি দেশেরই উচিত ওই সমস্যাগুলি দূর করার ব্যাপারে আরও উদ্যোগী হয়ে ওঠা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat