×
ব্রেকিং নিউজ :
দক্ষিণ চীনে সড়ক ধসে ১৯ জন নিহত গোপালগঞ্জে বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের ফসল কর্তন উৎসব অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হলো না স্মিথ-ম্যাকগার্কের বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইসরায়েলের রাফাতে স্থল অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’: জাতিসংঘ বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার সর্বদা খাদ্যমন্ত্রী তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী ওটিটিতে ঊষসীর অভিষেক শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে আওয়ামী লীগ
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুল ঝলমলে রাখতে দরকার হেয়ার সিরাম
লাইফস্টাইল ডেক্স:- চুলের যত্নে আজকাল নিত্যব্যবহার্য উপাদান হয়ে উঠেছে হেয়ার সিরাম। রুক্ষ চুল বশে এনে উজ্জ্বলতা ফেরাতে হেয়ার সিরাম খুবই কার্যকর। যাঁরা সচরাচর তেল ব্যবহার করতে চান না, সামান্য একটু হেয়ার সিরামের ছোঁয়াতেই তাঁদের চুল হয়ে উঠতে পারে ঝলমলে। হেয়ার সিরাম তেলের মতো ঘন নয়, সহজেই চুলে মিশে যায়। রুক্ষ চুলে মসৃণতা আনতে, বা স্টাইলিংয়ের পর চুল উজ্জ্বল করতে সামান্য হেয়ার সিরাম চুলে বুলিয়ে নেন অনেকেই। তার সঙ্গে বাড়তি পাওনা হেয়ার সিরামের মনমাতানো সুগন্ধ যা দিনভর চুলে লেগে থাকে, চুল থাকে জটমুক্ত। কোন ধরনের চুলে কেমন সিরাম ব্যবহার করবেন? দোকানে নানা ধরনের হেয়ার সিরাম পাওয়া যায়। তার এক একটি এক এক ধরনের চুলের জন্য উপযুক্ত। হেয়ার সিরাম মূলত তৈরি হয় সিলিকোন দিয়ে যা চুলের উপর কোটিংয়ের মতো লেগে থাকে এবং চুল নরম, মসৃণ ও জটমুক্ত রাখে। কিন্তু সিলিকোন বাদেও হেয়ার সিরামে এমন নানা উপাদান থাকে যা চুলে পুষ্টিও পৌঁছে দেয়। তাই হেয়ার সিরাম কেনার আগে চুলের ধরনটা অবশ্যই মাথায় রাখা দরকার। যেমন আপনার চুল যদি খুব শুকনো আর রুক্ষ ধরনের হয়, তা হলে এমন সিরাম কিনুন যাতে ক্যাস্টর, রোজ়উডের মতো তেল রয়েছে। এই উপাদানগুলো আপনার শুকনো চুলের গভীরে আর্দ্রতা পৌঁছে দেবে। নিচে কোন ধরনের চুলে কেমন সিরাম ব্যবহার করবেন তার একটা গাইডলাইন দিয়ে দিলাম আমরা। ডগা ফাটা চুলের জন্য আপনার চুলের ডগা ফেটে যাচ্ছে মানে চুল প্রচণ্ড শুকনো হয়ে গেছে এবং যথাযথ পুষ্টির উপাদানও চুল পাচ্ছে না। ডগা ফাটা চুল দেখতেও খারাপ লাগে। চুলের ডগা ফাটলে হেয়ার সিরাম ব্যবহার করা মাস্ট, তাতে চুল একটু মসৃণ দেখতে লাগবে। এমন হেয়ার সিরাম কিনুন, যার মূল উপাদান কেরাটিন। চুল ফেটে যাওয়া আটকাতে কেরাটিন অত্যন্ত উপযোগী। তাপ আর দূষণ থেকে রক্ষা পেতে রোজ কাজের সূত্রে বাইরে বেরোতে হয়? তা হলে আপনার চুলে ধুলোবালি, রোদ আর দূষণের হামলা হতে বাধ্য। এ ক্ষেত্রে চুলের দরকার বিশেষ যত্ন। এমন হেয়ার সিরাম কিনুন যাতে ল্যাভেন্ডার ও জোজোবা অয়েল রয়েছে। এই দুটি তেল চুল চকচকে রাখে এবং চুলে প্রয়োজনীয় পুষ্টিগুণও পৌঁছে দেয়। ল্যাভেন্ডার অয়েল চুল জটমুক্ত রাখে, তাপ থেকেও বাঁচায়। ল্যাভেন্ডার আর জোজোবা অয়েল সমৃদ্ধ সিরাম খুব হালকা, ফলে চুলে মিশেও যায় চট করে। শুকনো চুলের জন্য অতিরিক্ত শুষ্ক চুলেরও বিশেষ যত্ন আর পুষ্টি দরকার। সুখের কথা, শুষ্ক চুলের জন্য এখন এমন অনেক হেয়ার সিরাম পাওয়া যায় যা সারা রাত আপনি নিশ্চিন্তে চুলে লাগিয়ে রাখতে পারবেন। সারা রাত লাগিয়ে রাখার জন্য ক্রিম-বেসড সিরাম কিনুন। ঘন ও টেক্সচারড চুলের জন্য আর্গান ও মরোক্কান অয়েল যুক্ত সিরাম আপনার চুলের পক্ষে একদম ঠিকঠাক। ঘন চুলে বাড়তি আর্দ্রতা জোগায় এই সিরাম। কোঁকড়া চুলের জন্য কোঁকড়া চুল খুব দ্রুত রুক্ষ হয়ে পড়ে, এই চুল পোষ মানানোও মুশকিল। এ ধরনের চুলের চাই বাড়তি আর্দ্রতা, তাই এমন সিরাম কিনুন যা চুলে পর্যাপ্ত আর্দ্রতা পৌঁছে দেবে। জোজোবা, আর্গান, সুইট আমন্ড ও মারুলা অয়েল যুক্ত হেয়ার সিরাম লাগান, আপনার কোঁকড়া চুল বশে থাকবে, চুলে লাগবে স্বাস্থ্যের ঝিলিক। রং করা চুলের জন্য যাঁদের চুলে রং করা অথবা অন্য কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে, তাঁরা হালকা ক্রিম বেসড হেয়ার সিরাম লাগান। জোজোবা, আর্গান, নারকেল তেল যুক্ত সিরাম বেছে নিন, তাতে গ্রিন টি-র নির্যাস থাকলে আরও ভালো। কালার্ড ও কেমিক্যালি প্রসেসড চুলের জন্য এ ধরনের সিরাম সবচেয়ে ভালো!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat