- প্রকাশিত : ২০১৯-০৩-০১
- ৪১১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিউজ ডেস্ক:- নড়াইলে লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর মোল্যা (৩০) নামে এক ইজিবাইকযাত্রী নিহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের সোহরাব মোল্যার ছেলে। তিনি লক্ষীপাশা থানা এলাকায় সিঙ্গাড়া-পুরিভাজা দোকানদার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে আলমগীর লোহাগড়ার লক্ষীপাশা থেকে ইজিবাইকে চড়ে লুটিয়ার বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় ইজিবাইকটি পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় আলমগীর ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ^াস জানান,এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..