×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২৩২৪৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবারের ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৩০ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতভর নগরীর পাথরঘাটা, মেথর পট্টি, আন্দরকিল্লা ও হাজারী গলি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি, এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর ওই শুনানির বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে পিটিশন দাখিল করেন চিন্ময়ের আইনজীবীরা।

এই না মঞ্জুরকে ঘিরে চিন্ময়ের অনুসারীরা পুলিশ ভ্যান আটকে আদালত চত্বরে তাণ্ডব চালায়। পরে আইনশৃঙ্খলাবাহিনী তাদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করলে তারা পুলিশের ওপর হামলা ও আশপাশের সড়কে ব্যাপক ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

এদিকে আজ বুধবার মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবারের আবেদনের ওপর শুনানির কথা থাকলেও আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ফলে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat